সেপ্টেম্বর ২০১৩ ♦
সমাজ-সংস্কৃতি-সময়ের অন্তর্জগত খুঁড়ে দেখার প্রত্যাশায় প্রকাশিত হল ব্যবচ্ছেদের দ্বিতীয় সংখ্যা। সমকালের অন্তর্খনন সহজসাধ্য নয়- এ বোধ আমাদের আছে। তারপরও চেষ্টা করেছি পরিপার্শ্বকে উন্মোচন করার। অতৃপ্তিকে সঙ্গী করে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। এই প্রচেষ্টায় আমাদের সহায় হয়েছেন অনেকেই। তাদের সকলের প্রতি জানাই আমাদের হার্দ্য কৃতজ্ঞতা। – সম্পাদনা পর্ষদ
No comments:
Post a Comment